খোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬:রাজশাহীর পবা উপজেলার আলীমগঞ্জে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে। পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে সানশাইন পরিবহন নামে ওই যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো- জ ১১-০০৮২) চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী আসছিল। পথে আলীমগঞ্জ নামক স্থানে চাকা পাংচার হয়ে মহাসড়কে উল্টে যায়। এতে অন্তত ১৫ যাত্রী আহত হন।
আহতদের মধ্যে ১১ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রামেক হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন, মানসুরা বেগম (৩০), জরিনা বেগম (৫০), পারভেজ আলী (২২), তোজাম্মেল হক (৪৪), আবদুল কাদির (৪৮), জাকেরা বেগম (৩৮), শিশির আহমেদ (২০), শফিকুল ইসলাম (২৪), লাল মোহাম্মদ (১৮), দোলা খাতুন (১৮) ও সানোয়ারা বেগম (৫০)। পবা থানার ওসি জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে তৎপরতা চলছে।