চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাজার এলাকা থেকে ১২ লক্ষ টাকা মূল্যের ৭৮টি চোরাই ভারতীয় এ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা। এ সময় চোরাকারবারীর দায়ে আটক করা হয়েছে ৪ জনকে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মঙ্গলবার দুপুর দেড়টায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল (৩১.১০.১৬) সোমবার বৈকাল ৪টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত এএসপি মো. নূরে আলমের নেতৃত্বে জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার মা টেলিকম, মায়ের দোয়া টেলিকম, খাজা বাবা টেলিকম এবং রাইট চয়েস টেলিকম এ অভিযান পরিচালনা করে।
এ সময় অপারেশন দল শিবগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকার মৃত আবু সাইদের ছেলে রানাউল ইসলাম শাহনাজ (২৭), দৌলতপুর উপরতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে সজিব আলী (২০), মাহাজনপাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে রিপন আলী (২০) এবং নাচোল উপজেলার নারায়নপুর লুটাপুকুর এলাকার মহির উদ্দিনের ছেলে রানা ইসলাম (২৩) কে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত হতে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাকারবারীর মাধ্যমে এ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে আনার দায়ে আটক করে। পরে আভিযানিক দল দোকানগুলি থেকে ১২ লক্ষ টাকা মূল্যের ৭৮টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত মোবাইল ফোন চোরাচালান ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যব¯’া গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন ক্যাম্প কমান্ডার।