খোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জেলা ছাত্র মৈত্রী’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করেন ওয়াকার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড মাহ্মুদুল হাসান মানিক। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের এমপি ইয়াসিন আলী, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি রঞ্জিত কুমার রায়,জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম,জেলা যুবমৈত্রীর সভাপতি এমরান হোসেন চৌধুরী,জাতীয় কৃষক সমিতি’র উপজেলা সভাপতি আবু জাহেদ জুয়েল,যুবনেতা নাজমুল হুদা,রফিকুজ্জামান রফিক প্রমূখ। সম্মেলনের আগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।