খোলা বাজার২৪, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬:
“আত্মকর্মী যুবশক্তি,টেকসই উন্নয়নের মূলভিত্তি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পালিত হলো জাতীয় যুব দিবস।
দিবসটি পালনে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় যুব উন্নয়ন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক যুবর্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোসা: শুকরিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর প্রমুখ।
এছাড়া সরকারী কর্মকর্তা , কর্মচারি, ও সংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।