Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

73ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক মুশফিকুর রহিম জানিয়েছিলেন, চা বিরতিতে ড্রেসিংরুমে তিনিসহ দলের বাকি সদস্যরা কোচ হাথুরুসিংহের বকা খেয়েছেন। তবে কি বলেছিলেন হাথুরু সেটা পরিস্কার করেননি মুশফিক।

চা বিরতির আগে ইংল্যান্ডের স্কোর ছিল বিনা উইকেটে ১০০ রান। জয়ের জন্য আর ১৭৩ রান দরকার ছিল ইংল্যান্ডের। এই অবস্থায় ম্যাচ অনেকটাই হেলে পড়ে সফরকারীদের দিকে। ঠিক সেই সময় ড্রেসিংরুমে এসে দলের সবার উদ্দেশ্যে নাতিদীর্ঘ ভাষণ দেন কোচ। বেশ কড়া শব্দের প্রয়োগও নাকি করেন তিনি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও স্বীকার করেছিলেন বিষয়টা। পুরো বিষয়টা খোলাসা না করলেও হাথুরু বলেন, ‘আমি দু:খিত শব্দ প্রয়োগের ক্ষেত্রে আমার আর একটু সাবধানী হওয়া উচিত ছিল।’
তবে এবার সেই দিনের ঘটনার ওপর থেকে পর্দা সরালেন কোচ। জানালেন, চা বিরতির সময় দলকে কি বলে তাতিতে দিয়েছিলেন তিনি। হাথুরু বলেন, ‘আরো একটি সুযোগ নষ্ট করছি বলে আমি হতাশ ছিলাম। ছেলেদের বলেছি, তোমরা ঘুরে দাঁড়াও কারণ এই সুযোগ আর আসবে না। আমি খুশি যে ওরা সেটা বুঝতে পেরেছে এবং ভিন্ন কিছু করে দেখিয়েছে।’
হাথুরুসিংহে আশা করেন ভবিষ্যতে এই ধরণের পরিস্থিতিতে আর পথ হারাবেনা বাংলাদেশ। তিনি বলেন, ‘এই দলটা এখনো শিখছে। এখনো বহুদূরে যেতে হবে তাদের। আশা করছি এই জয়ের ফলে এহেন পরিস্থিতিতে নিজেরাই পথ খুঁজে পাবে তারা।’