Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5kখোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬:  সদ্যবিলুপ্ত ছিটমহলসহ ১৭০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে ভোট হয়েছে সোমবার। এর মধ্যে মঙ্গলবার বিকাল পর্যন্ত ৭০টি ইউপির চেয়ারম্যান পদের ফলাফল পৌঁছেছে নির্বাচন কমিশনে (ইসি)।
ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক জানান, প্রায় চারশ ইউপির মধ্যে ১৭০টি ইউপিতে চেয়ারম্যান পদে ভোট হয়েছে। মাঠ পর্যায় থেকে আসা সব ফলাফল একীভূত করা হচ্ছে। সব ফলাফল পেয়ে ইসির অনুমোদনের পর জানানো সম্ভব হবে।
নির্বাচন সমন্বয় ও ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানান, ৭০টি ইউপিতে আওয়ামী লীগ ৪৭টি, বিএনপি ৬টি, জাতীয় পার্টি ২টি এবং স্বতন্ত্র ১৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে বেসরকারি বিজয়ী হয়েছেন। মার্চ-জুন পর্যন্ত ছয় ধাপের ভোট শেষে মঙ্গলবার এসব ইউপিতে ভোট হয়।
এসব ইউপিতে গড়ে ভোট পড়েছে প্রায় ৭৮ শতাংশ। এখানে ৯ লাখ ২৮ হাজার ১৩৮ জন ভোটারের মধ্যে ৯ লাখ ১১ হাজার ৫৬৪ জন ভোট দিয়েছেন। যা মোট ভোটারের ৭৭ দশমিক ৫৭ শতাংশ।
এর আগে ছয় ধাপের ইউপি ভোটের প্রথম ধাপে ৭৪ শতাংশ, দ্বিতীয় ধাপে ৭৮ শতাংশ, তৃতীয় ধাপে ৭৬ শতাংশ, চতুর্থ ধাপে ৭৭ শতাংশ, পঞ্চম ধাপে ৭৬ দশমিক ৮ শতাংশ ও ষষ্ঠ ধাপে ৭৬ শতাংশ ভোট পড়েছিল।
নবম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ছয় ধাপে নির্বাচনে নৌকা প্রতীক জয় পায় ২৬৭০ ইউপিতে, বিএনপি ৩৭২ ইউপিতে আর স্বতন্ত্র প্রার্থীরা ৮৮০ ইউপিতে। বাকিগুলোয় রয়েছেন জাতীয় পার্টি, জাসদ, জেপি ও কয়েকটি দলের প্রার্থী।
স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূলের এই নির্বাচনে এবারই প্রথম চেয়ারম্যান পদে দলভিত্তিক ভোট হয়েছে।
চার হাজারের বেশি ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীরা জয় পেয়েছেন ধানের শীষ প্রতীকের সাত গুণেরও বেশি। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ক্ষমতাসীনদের এক তৃতীয়াংশের সমান।