Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

11kখোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬:  বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে দেশব্যাপী বিষয় ও বয়স ভিত্তিক প্রতিযোগীতায় অংশগ্রহন করে সেরা দশজনের একজন হয়ে নাচেন নোয়াখালী তরুণ নৃত্য শিল্পী শতাব্দী দাস মীম।

৩টি বিষয় তথা সাধারণ নৃত্য, লোক নৃত্য ও ভরতনাট্যমের উপর দেশসেরা এ নৃত্যশিল্পী মঙ্গলবার (০১ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর হাত থেকে পুরষ্কার গ্রহন করেন।

শতাব্দী বর্তমানে নোয়াখালী শিল্পকলা একাডেমী এবং নোয়খালী নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক এবং নৃত্য প্রশিক্ষক ও নৃত্যগুরু সজল মজুমদারের কাছ থেকে নৃত্যের উপর তালিম নিচ্ছে। সে নোয়াখালীর চৌমুহনী সরকারী এস এ কলেজে একাদশ শ্রেনিতে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত রয়েছে।

নোয়াখালী চৌমুহনীর ব্যবসায়ী বাবুল দাস ও গৃহিনী কণক চাঁপা ভূঁইয়ার ছোট মেয়ে শতাব্দী দাস মীম। নোয়াখালীর সাংস্কৃতিক অঙ্গণকে সাফল্য মন্ডিত করে নাচ, গান, অভিনয় এবং আবৃত্তির মাধ্যমে দেশসেরা হয়েছে সে।

উল্লেখ্য, ২০১৫ সালে লোকনৃত্যে সেরা হয়ে স্বর্ণপদক লাভ করে শতাব্দী। এর আগে ২০১৪ সালে সে বঙ্গবন্ধু শিশুশিল্পী প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করে। এনটিভি আয়োজিত মার্কস অলরাউন্ডার “প্রতিভার ঝলকে সেরা হও পলকে” অনুষ্ঠানেও সেরা নির্বাচিত হয় শতাব্দী।

এছাড়া ২০১৩ সালে ব্লিজ ক্লাব অব বাংলাদেশের মাধ্যমে জাপান এবং সাংস্কৃতিক সংগঠন খেলাঘরের মাধ্যমে ভারত সফর করে সে।

তার এ সাফল্যে সে শিক্ষক-শিক্ষিকাসহ পরিবারের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। জীবনে তার একটাই চাওয়া সে ডাক্তার হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবে।