Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬:  চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ এলাকায় ১৩ লাখ ৬০ হাজার টাকার মাদকসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। সকালে শহীদ লেইন দুলাল সওদাগরের চায়ের দোকানের সামনে থেকে মাদকসহ তাদের আটক করা হয়।সিনিয়র এএসপি শাহেদা সুলতানা বার্তা সংস্থা এনবিএসকে জানায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মোঃ জিয়াউর রহমান (৩৮), পিতাঃ মৃত আহাম্মদ হোসেন, গ্রামঃ আমিরাবাদ, থানাঃ ভাগুরা, জেলাঃ পাবনা, মোঃ শাহিদ (২৮), পিতাঃ মৃত আনু খাঁ, গ্রামঃ শ্রীরামকিলা, থানাঃ দুর্গাপুর, জেলাঃ নেত্রকোনা, মোঃ রিংকু আক্তার (২৪), পিতাঃ মৃত সেলিম, ইস্পাহানী লাল দোকান, কালীবাড়ী মোড়, আকবরশাহ, সিএমপি চট্টগ্রাম,ও মোঃ মোবারক হোসেন (২৫), পিতাঃ আলী আহম্মদ, পূর্ব ফিরোজশাহ কলোনী, ডিএফ লাইন, নাছিরেরগনা, সিএমপি চট্টগ্রামদের গ্রেফতার করা হয়।
এসময় আসামীদের দেহ তল্লাশী করে ২,১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯ গ্রাম হেরোইন এবং ০২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।