খোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬: আয়করে প্রবৃদ্বি দেশওদশের সমৃদ্ধি সবাই মিলে দেব কর দেশ হবে স্বীনর্ভর শ্লোাগানে সামনেরেখে বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত বাগেরহাটে চারদিনের আয়কর মেলা শুরু । সকাল ১০টায় বাগেরহাট অফিসার্স ক্লাব চত্তরে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন মৎস ও প্রাণী সম্পদ সম্পকিত মন্ত্রনালয় সংসদিয় স্থায়ি কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি।
খুলনা সার্কেল কর অঞ্চলের যুগ্ম-কর কমিশুনার গনেষ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে উদ্ভোধনি আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস,জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়,বাগেরহাট সার্কেলের সহকারি কর কমিশুনার রুপম চন্দ্র দাস,বাগেরহাট চেম্বার অব কর্মাসের সভাপতি মোঃ শাহজান মিনা,আয়কর আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ সলিমুল্লা এলিস প্রমুখ। আলোচনা সভা শেষে বেলুন ও কবুতার উড়িয়ে ৪দিন ব্যাপি এ আয়কর মেলার উদ্ভোধন করেন প্রধান অতিথি।