Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19kখোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬:  আমার রক্তে বাঁচুক জীবন, চোখে আমার দেখুক ভুবন, হেসে উঠুক লক্ষ প্রাণ এই শ্লোগাণে বুধবার সকালে গাইবান্ধায় জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও রক্তদান কর্মসুচির আয়োজন করে গাইবান্ধা সিভিল সার্জন। এতে সহযোগিতা করে সন্ধানী ডোনার ক্লাব।

সকাল সাড়ে দশটায় জেলা সদর হাসপাতালের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিতে অংশ নেয় ডাক্তার, নার্স ও সন্ধানীর সদস্যরা। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন সম্মেলন কক্ষের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এবিএম আবু হানিফ। বক্তব্য রাখেন, গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. বিধান চন্দ্র মজুমদার, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি ডা. শহীদুজ্জামান হারুন, ডা. আ.খ.ম. আসাদুজ্জামান, ডা. সাইদুর রহমান সাঈদ, ডা. শিহাব মো. রেজওয়ানুর রহমান, গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের উপদেষ্টা নাহিদ হাসান চৌধুরি রিয়াদ ও সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রাশেদ মন্ডল প্রমুখ। পরে সেখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি পালিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান।