Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬:  সা¤প্রতিক সময়ে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বৃদ্ধি পাওয়ায় জেলার শিশুদের সুরক্ষার দাবিতে বুধবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করেছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোসর্ (এনসিটিএফ) গাইবান্ধা জেলা শাখার সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামসুল আজম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোশাররফ হোসেন প্রধান, এনসিটিএফ গাইবান্ধা শাখার সভাপতি আশিকুর রহমান শাওন, চাইল্ড পার্লামেন্ট মেম্বার রকিউদৌলা রনি, কার্যনির্বাহী সদস্য জেরিন তাসনিম, মশিউর রহমান, জেলা ভলান্টিয়ার তাওহিদ তুষার ও মারফিয়া বিনতে মাহফুজ সিলভি এবং শিশু সাংবাদিক মেহেদী হাসান প্রমুখ।

এনসিটিএফ গাইবান্ধা শাখার সভাপতি আশিকুর রহমান শাওন বলেন, বর্তমান সময়ে শিশুদের উপর নির্যাতনের ঘটনা অনেক বৃদ্ধি পেয়েছে। এখনই শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে। তাই শিশু হত্যাসহ নির্যাতনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তির দাবি তুলে ধরা হয়েছে স্মারকলিপিতে।