Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39

খোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬:

স্থানীয় প্রশাসনের ব্যর্থতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

আজ বুধবার সকালে ঢাকায় আয়োজিত একটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী রিয়াজুল এ অভিযোগ করেন।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এখানে স্থানীয় প্রশাসনের কিছু দুর্বলতা, মানে দূরদর্শিতা, অভিজ্ঞতার অভাব রয়েছে।
ইনটেনশনালি (উদ্দেশ্যপ্রণোদিতভাবে) মোটিভেটেড (প্ররোচিত) কোনো গোষ্ঠী এটা করছে কি না, এটাও আমাদের বের করতে হবে।’
গত ২৮ অক্টোবর শুক্রবার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস নামের এক যুবক পবিত্র কাবাঘরের ছবি সম্পাদনা করে ফেসবুকে পোস্ট করে বলে অভিযোগ পাওয়া যায়। এরপর স্থানীয় লোকজন তাঁকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে পরদিন নাসিরনগর সদর উত্তাল হয়ে পড়ে। এ অবস্থায় ৩০ অক্টোবর উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়। এ সময় সদরের বেশ কয়েকটি মন্দির ও হিন্দুদের বাড়িতে হামলা হয়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদেরকে প্রত্যাহার করা হয়েছে বলে জানান জেলার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান।