খোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬:
ঠাকুরগাঁওয়ে দিনে দুপুরে এক বাড়িতে হামলায় ১৩ জনের নামে মামলা। ঘটনা সূত্রে জানা যায় পূর্ব শত্রুতার জের ধরে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকার আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তির বাড়িতে হামলা করে ভাংচুর ও লুটপাট করেছে দূবৃর্ত্তরা। মামলার নথি সূত্রে জানা যায় মঙ্গলবার এ ঘটনায় ঠাকুরগাঁও সর থানায় আমিনুল ইসলাম, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল আলীসহ ১৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন আবুল কালাম আজাদ। এলাকা বাসীর সূত্রে জানা যায় পৌর: শহরের গোবিন্দনগর আবুল কালাম আজাদ ও সামসুল হকের সাথে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি জমিজমা নিয়ে বিরোধ চলছেল। ওই জের ধরে মঙ্গলবার সকালে আমিনুল ইসলাম সহ ২৫-৩০ জন আবুল কালাম আজাদের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির আসবাবপত্র ভাংচুর করে মালামাল লুট করে দূবৃর্ত্তরা। পরে পুলিশকে খবর দিলে সকলে পালিয়ে যায়। মামলার বাদী আবুল কালাম আজাদ জানান, আমিনুল ইসলাম দীর্য় দিন ধরে আমাদের একটি জমি দখলের জন্য উঠে পড়ে লাগে। এরই জের ধরে বাড়িতে হামলা চালিয়েছে। ঠাকুরগাঁও থানা পুলিশের উপ-পরিদশক রাশেদুল ইসলাম হেলাল জানান, পুলিশ তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার ঘটনায় মামলা হয়েছে। আমাদের প্রতিনিধিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মশিউর রহমান।