
আমাদের দেশে মিডিয়া বেড়েছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, অনলাইন মিডিয়া কিন্তু তার মান দিনে দিনে কমে যাচ্ছে। প্রতিদিন সংবাদপত্র ও সাংবাদিক তৈরী হচ্ছে। সৎ,নিষ্ঠাবান, দেশপ্রেমিক সাংবাদিক ধীরে ধীরে কমে আসছে। এদেশের সাধারণ মানুষ যেভাবে গিয়াস কামাল চৌধুরী, এবিএম মুসা, আতাউস সামাদদের মত দেশবরেণ্য সাংবাদিকদেরকে শ্রদ্ধা করতো এখন সাংবাদিকের কথা শুনলে ভয় পায়।
দৈনিক মুক্ততথ্যের সম্পাদক ও প্রকাশক আব্দুল মাজেদ একজন সৎ সাংবাদিক ও সম্পাদক হিসেবে আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত হয়েছি। অতি অল্প বয়সে চিকিৎসার অভাবে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। রাষ্ট্র বা বিত্তবানরা তার পাশে কেউ এগিয়ে আসেনি। অথচ যারা হলুদ সাংবাদিকতা করে তাদের গাড়ী-বাড়ি বিত্তের কোন অভাব নেই।
আর সৎ সাংবাদিকদের মাথা গোজার কোন ঠাঁই নেই। সংগঠনের সভাপতি মোঃ মফিজুর রহমান লিটন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন এনডিপির প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ মনোয়ার আলম, মুক্ততথ্যের সহ সম্পাদক মিলন মল্লিক, সংগঠনের নেতা খোকন মিয়া ও কালামসহ প্রমুখ। সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।