Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
d04aa732983f2415c0b444b5ddd24aecখোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের বিরুদ্ধে ইতোমধ্যে অ্যাকশন শুরু হয়ে গেছে। এখানে কে কোন দলের সেটা দেখা হবে না। সে সরকারি দলের হতে পারে বিরোধী দলের হতে পারে। সেটা কোন বিষয় না। এখানে দেখা হবে অপরাধী কে আর অপরাধ কী। প্রত্যেক অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এমনকি আমাদের দলের কেউ থাকলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আমাদের ৩ জন মন্ত্রী দুদকের মামলায় বিচারের সম্মুখীন। এছাড়া অনেক এমপি ৩ বছর ধরে জেলে।
বুধবার বিকালে নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘স্পেশাল অলিম্পিক সেকেন্ড সাউথ এশিয়ান ইউনিফাইড ক্রিকেট ২০১৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এতে ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও স্বাগতিক বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধী খেলোয়াড়রা অংশ নিচ্ছেন যা ২ হতে ৬ নভেম্বর পর্যন্ত বিকেএসপিতে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার প্রতিবন্ধীদের স্কুল বিউটিফুল মাইন্ডসহ আরো স্কুলের শিক্ষার্থীরা মনোমুদ্ধকর শারীরিক কসরত প্রদর্শন করেন।
আওয়ামী লীগের জন্ম জেলা নারায়ণগঞ্জের কোন প্রতিনিধিত্ব কেন্দ্রীয় কমিটিতে ও মন্ত্রীসভায় নেই এমন প্রশ্নের জবাবে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকার মধ্যেই নারায়ণগঞ্জ। কেন্দ্রীয় প্রতিনিধিত্ব কোন অঞ্চল ভিত্তিক না। আমরা এখন কিছুটা ভাগ করেছি যেমন কেউ নেতৃত্ব দিবেন আবার কেউ জনপ্রতিনিধি হবেন। আমরা সরকার এবং দলের কাজকে আলাদা করে দিচ্ছি। কাউকে দলীয় পদে রেখে আবার কাউকে সরকারে রেখে কাজ ভাগ করে দেয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের তিন বছর পার হয়ে গেছে সুতরাং কেবিনেট রিসাফলের একটা সম্ভাবনা রয়েছে। সেখানে রাখা হতে পারে বিষয়টা প্রধামন্ত্রীর এখতিয়াভুক্ত।
এখানে উল্লেখ্য যে, গত ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন ও পরে কমিটি ঘোষণা করা হলেও সেখানে নারায়ণগঞ্জের কেউ নেই।
স্পেশাল অলিম্পিক সেকেন্ড সাউথ এশিয়ান ইউনিফাইড ক্রিকেট ২০১৬ এর চেয়ারম্যান শামীম মতিন চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল প্রমুখ।