Wed. Oct 22nd, 2025
Advertisements
2016-11-02_8_98598খোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ‘বিষ্ময় বালক’ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের পরিবারের জন্য বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন আজ বাসস’কে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে বাড়ি নির্মাণের নির্দেশনা দিয়েছেন এবং প্রধানমন্ত্রীর এই নির্দেশনা তাঁর মুখ্য সচিব আবুল কালাম আজাদ খুলনার জেলা প্রশাসককে জানিয়ে দিয়েছেন।’
আশরাফুল আলম খোকন বলেন, বাড়ি নির্মাণের জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে স্থানীয় প্রশাসন।
বাংলাদেশের সাম্প্রতিক ‘ক্রিকেট সেনসেশন’ মিরাজ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট বিজয়ে ১২ উইকেট শিকারের মাধ্যমে দেশবাসির প্রশংসা লাভ করেন।
খুলনার ছেলে ১৯-বছর বয়সি স্পিনার মিরাজ ইংল্যান্ডের সাথে সদ্য সমাপ্ত দুই-ম্যাচের রকেট টেস্ট সিরিজ বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দরিদ্র ট্র্যাক্সি চালকের পুত্র মিরাজ তার অভিষেক টেস্ট সিরিজে ১৯টি ইংলিশ উইকেট লাভ করেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৭টি এবং দ্বিতীয় টেস্টে ১২টি উংকেট লাভ করেন মিরাজ।