Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

69খোলা বাজার২৪, বুধবার, ২ নভেম্বর ২০১৬:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘গুলশানের হলি আর্টিজানে হামলাটা ছিল আকস্মিক, এ ধরণের হামলা ঠেকাতে কোন পূর্ব পরিকল্পনা ছিল না। তবু আমরা সেই পরিস্থিতির মোকাবেলা করতে পেরেছি।’

তিনি বলেন, ‘পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রাথমিকভাবে আমরা জঙ্গি কার্যক্রম ঠেকাতে পেরেছি। পুরোপুরি ভাবে জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর বাংলাদেশে জঙ্গিবাদের ঠাই হবে না।’
বুধবার সন্ধ্যায় ডিএমপি’র অফিসিয়াল ফেসবুক পেইজে লাইভে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। ঢাকার পুলিশ কমিশনার বলেন, ‘জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। উন্নত দেশগুলো অনেক অর্থ খরচ করেও যা করতে পারেনি। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী তা করে দেখাতে পেরেছে কারণ দেশের জনগণ আমাদের সহযোগীতা করেছে। তাদের সহায়তায়ই আমরা বেশ কয়েকটি সফল অভিযান চালাতে পেরেছি।’

তিনি বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার পর ওই এলাকা ছিল ফাঁকা, হোটেল গুলোতে লোক ছিল না। এখন হোটেলগুলো আবার জনবহুল হয়েছে। বিদেশিরা নিশ্চিন্তে আছেন। নিয়মিত তল্লাশি চলছে, জঙ্গি বিরোধী অভিযান চলছে। পাড়ায় মহল্লায় যে জঙ্গি বিরোধী কমিটি ঘোষণা করা হয়েছে, তা বাস্তবায়ন হলে জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে।’
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘মহানগরীর নিরাপত্তায় অনেক পরিবর্তন এনেছি। মহানগরীকে ২৮৭টি বিটে ভাগ করেছি, প্রতিটি বিটে কী কী সমস্যা আছে তা চিহ্নিত করে সমাধান করার জন্য আমরা কর্মকর্তা নিয়োগ করেছি। তারা কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘নগরবাসীর তথ্য নিয়ে ডাটাবেজ তৈরি করা হচ্ছে, এ প্রক্রিয়া সাত/আট মাসের মধ্যেই শেষ হবে বলে আশা করছি। এতে নিরাপত্তা ব্যবস্থার অনেক পরিবর্তন আসবে।’
বড় বড় অনুষ্ঠানগুলোর নিরাপত্তায় পুলিশের সফলতা তুলে ধরে তিনি বলেন, ‘পহেলা বৈশাখ, ঈদ, শারদীয় দুর্গোৎসব, পবিত্র আশুরা, আওয়ামী লীগের কাউন্সিলসহ অনেক বড় বড় অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি। এ ধরনের বড় অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে।’

রাজধানীর যানজট প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, ‘যানজট সহনীয় পর্যায়ে নিয়ে আসতে ট্রাফিক কর্মকর্তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। একমুখি চলাচল, উল্টোদিকে গাড়ি চলাচল বন্ধ, হকার মুক্ত করাসহ বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে আমরা যানজটকে সহনীয় করার চেষ্টা করে যাচ্ছি। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে আমরা সবাই একসাথে যানজট নিরসনে কাজ করে যাচ্ছি।’
ফেসবুক লাইভে তিনি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ সম্প্রীতি নষ্ট করতে কেউ যদি উস্কানি দেয় অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।