খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ : আইএসের সম্ভাব্য হামলার আশঙ্কায় ভারতে অবস্থানরত নিজের দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার ভারতের যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে এই সতর্কতা জারি করা হয়। ভারতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠীটির হামলার শঙ্কা যুক্তরাষ্ট্র এই প্রথম প্রকাশ্েয জানাল বলে ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে।
আইএস ভারতকে আক্রমণের ‘লক্ষ্যবস্তু’ করতে চায় বলে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষাপটে এই সতর্কবার্তা দেওয়া হল বলে দূতাবাস জানিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, “সাম্প্রতিক সময়ে ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন ভারতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলায় আইএসআইএলের (ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ত) আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।
“ভারতের ধর্মীয় স্থান, মার্কেট ও উৎসবের স্থানগুলোর মতো যেসব জায়গায় পশ্চিমাদের যাতায়াত রয়েছে সেগুলোতে হামলার হুমকি বাড়ায় যুক্তরাষ্ট্র দূতাবাস (নাগরিকদের) সতর্ক করছে।”
যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে চলাচলে পররাষ্ট্র দপ্তরের জারি করা সতর্কীকরণ বার্তা মেনে চলার পরামর্শও দেওয়া হয়।