Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় বাংলাদেশের সঙ্গে কথা বলবে ভারত সরকার। দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ন্যাশনাল সেক্রেটারি শ্রীকান্ত শর্মা এ তথ্য জানিয়েছেন।

ভারতের সংবাদ মাধ্যম দ্য স্টেটসম্যান জানিয়েছে, গতকাল মঙ্গলবার বিজেপির ন্যাশনাল সেক্রেটারি শ্রীকান্ত শর্মা এ কথা জানান।
শ্রীকান্ত শর্মা বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। হিন্দুদের টার্গেট করা উচিত নয়। আমাদের সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলবে।’
গত রোববার ওই এলাকায় ১২টি মন্দির, হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এর আগে গত ২৮ অক্টোবর রসরাজ দাস নামে এক যুবকের বিরুদ্ধে ইন্টারনেটে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ধর্মীয় অবমাননার অভিযোগ আনা হয়। এর পরই মন্দির ও বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা।