খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ :
এবারই প্রথম ভারতে বিপিএলের সব ম্যাচ সরাসরি সম্প্রচার হতে যাচ্ছে। গত বছর ভারতে নিউ স্পোর্টস বিপিএলের কিছু ম্যাচ সম্প্রচার করেছিল।
বুধবার বিপিএলের অফিসিয়াল সম্প্রচার কর্তৃপক্ষ বাংলাদেশের চ্যানেল নাইন কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে জানিয়েছে, ভারতের টিভি চ্যানেল সনি-ইএসপিএন প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লীগের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে।
শুধু ভারতে নয়, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের প্রায় সব দেশে বিপিএলের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হবে।
কানাডা ও যুক্তরাষ্ট্রে ইএসপিএন, যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলো প্রাইম স্পোর্টস, পাকিস্তানে জিও টিভি বিপিএলের চতুর্থ আসর সরাসরি সম্প্রচার করবে।
সংবাদ সম্মেলনে চ্যানেল নাইন কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের বিপিএলের সময় চ্যানেলটি মাঠে মোট ২৮টি ক্যামেরা ব্যবহার করবে। থাকবে আলট্রা মোশন প্রযুক্তি। এছাড়া প্রথমবারের মতো উইকেটের পাশে ব্যবহার করা হবে পিচ ক্যামেরা ও আম্পায়ার ক্যামেরা।
ইন্টারনেটের তুমুল জনপ্রিয়তার কারণে প্রচার হবে ইউটিউবেও।