খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ : গত রোববার মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে প্রথমবারের মতো ঐতিহাসিক জয় পায় বাংলাদেশে ক্রিকেট দল। আর এই জয়ে টাইগারদের সামনে সবচেয়ে বড় বাঁধা বেন স্টোকসকে বোল্ড করেন সাকিব আল হাসান। এরপর তিনি এক স্যালুট দেন, তারপর দলের খেলোয়াড়দের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন। আর এই স্যালুট দেওয়ার কারণ অবশেষে জানালেন সাকিব।
এদিন সাকিব আল হাসানের সেই স্যালুট দেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় এটি ছড়িয়ে পড়ে। এই স্যালুট নিয়ে অনেক আলোচনা হয়। সাকিব জানালেন কেন এমন উৎযাপন করেছিলেন।
সদ্য সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় সাকিব আল হাসান লিখেছেন, বাংলাদেশে এই সিরিজ খেলতে আসার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে ও ইংল্যান্ড দলকে ধন্যবাদ। বিশেষ করে আমাদেরকে বিশ্বাস করার কারণে ইংল্যান্ডকে স্যালুট।
এদিকে ইংলিশ বেন স্টোকসও তাঁর ফেসবুকে ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, অসাধারন একটি টেস্ট ও একদিনের সিরিজ উপহার দেবার জন্য ধন্যবাদ বাংলাদেশ। স্যালুট জানাই নিরাপত্তায় যারা ছিলো তাদেরকে আর অবশ্যই সাকিব আল হাসানকে।