খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ :
গোপাল চন্দ্র দে,ভোলা : ভোলায় ইলিশা ফেরীঘাট পরির্শন এর জন্য গতকাল ৪ নবেম্বর (শুক্রবার) ভোলায় আসছেন নৌ-পরিবহন মন্ত্রী জনাব শাজাহান খান এমপি। সকাল ৯ টায় হেলিকাপ্টার যোগে রওনা দিয়ে ৯:৩০ মিনিটে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরীঘাট পরিদর্শন করবেন এবং ১:৩০ মিনিটে দৌলতদিয়া ডাক বাংলোতে ফেরীঘাট নিয়ে করনীয় সম্পর্কিত বৈঠক করবেন।
এরপর দুপুর ১২:৪৫ মিনিটে ভোলায় এসে জুম্মার নামাজ ও দুপুরের খাবার খেয়ে ২:৩০ মিনিটে ইলিশা ঘাট ফেরীঘাট পরিদর্শন করে ঢাকার উদ্দ্যেশে হেলিকপ্টার যোগে রওনা করবেন।