Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬ : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তে ৭৪ বোতল ভারতীয় জেডি মদ ও ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নে অস্ত্র উদ্ধার হয়েছে। তবে এই ঘটনাগুলিতে কেউ আটক হয়নি।
৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাসান মোর্শেদ ভারতীয় জেডি মদ আটকের সত্যতা নিশ্চিত করে আজ বুধবার সন্ধ্যা ৭টায় জানিয়েছেন, নিজস্ব গোয়েন্দার গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টায় সদর উপজেলার জহুরপুরটেক বিওপি’র একটি টহল দল নায়েক সুবেদার মাসুদার রহমানের নেতৃত্তে সীমান্ত পিলার ১৯/৪ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীর খলিফারচর নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় টহল দল মালিকবিহীন ৭৪ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করে। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১ লক্ষ ১১ হাজার টাকা। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক।
এদিকে অপর এক অভিযানে ভোলাহাট থানা পুলিশ এসআই শিশির চক্রবর্তী ও তার সঙ্গিয় ফোর্সের সহযোগীতায় একই দিন বেলা সাড়ে ১২টায় উপজেলার ৩নং দলদলী ইউনিয়নের ময়ামারীর হরিপুর গ্রামের বিএনপি নেতা আব্দুর রহমান মেম্বারের বাড়ীর পিছনে ঝোপের মধ্য থেকে ১টি ওয়ান সুটারগান, ১টি কাটাইর যন্ত্র ও ২টি অর্ধ চন্দ্রাকৃতি পিতলের হাড়ির আসবাব উদ্ধার করেছে। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন আলী জানান, এলাকার জনৈক ব্যক্তি খুন্তি দিয়ে মাটি খুঁড়তে গেলে মাটির নীচে শব্দ পাওয় যায়। পরে স্থানীয় জনগণ পুলিশকে খবর দিলে অস্ত্রগুলি উদ্ধার করে পুলিশ। তবে এ ব্যাপারে কেউ আটক না হলেও লিখিত একটি জিডি হয়েছে এবং এর যথাযথভাবে তদন্ত চলছে বলেও তিনি জানান।