Wed. Oct 22nd, 2025
Advertisements

26এভাবেও রান আউট হওয়া যায়! বল সীমানার কাছে। কিন্তু ১ রান নিতে গিয়ে রান আউট হলেন পাকিস্তানের বোলার মোহাম্মদ আমির।

দুবাইয়ের শারজাহ স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল পাকিস্তান। পাকিস্তানের স্কোর তখন ৭ উইকেটে ১৯২ রান।
ওয়েস্ট ইন্ডিজের লেগ স্পিনার দেবেন্দ্র বিশুর ডেলিভারিতে লং অনে উড়িয়ে মারেন পাকিস্তানের মোহাম্মদ আমির। অপরপ্রান্তে ছিলেন ওয়াহাব রিয়াজ।
তারা ধরেই নিয়েছিলেন বলটি ছক্কা হবে। তাই অযথা দৌড় দিয়ে কষ্ট করে কি হবে। তবে ক্রিজ ছেড়ে একেবারে আমিরের প্রান্তে চলে গিয়েছিলেন রিয়াজ।
কিন্তু নাটকীয়তার তৈরি হয় তখনই। অসাধারণ এক ফিল্ডিংয়ে বলটাকে ছক্কা হওয়ার হাত থেকে রক্ষা করেন রোস্টন চেজ। বলটি ধরে থ্রো করেন বোলার প্রান্তে দাঁড়িয়ে থাকা জেসন হোল্ডারের হাতে।
হোল্ডারের হাতে বল দেখেই ছুটতে থাকেন আমির। কিন্তু ততক্ষণে স্ট্যাম্প ভেঙে দিয়েছেন হোল্ডার। ৮ রান করে রান আউট হয়ে বিদায় নিতে হয় আমিরকে। বিশ্বের সবচেয়ে ‘হাস্যকর রান আউটের মালিক’ হয়ে গেলেন আমির।