
বিষয়টি উপজেলা উন্নয়ন সমন্ময় কমিটির সভায় উত্থাপিত হয়েছে। জানাগেছে পিরোজপুর পল্লীবিদ্যুৎ থেকে জুজখোলা এলাকায় বিদ্যুতের লাইন সম্প্রসারন করতে গেলে ইউনিয়ন পরিষদের সামনের সড়কে থাকা কয়েকটি গাছ কাটার প্রয়োজন দেখাদেয়। এ জন্য পল্লীবিদ্যুৎ থেকে সিকদার মল্লিক ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি আবেদন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন বিদ্যুতের লাইন সম্প্রসারনের জন্য ৪ টি গাছ কাটার বিষয়ে রেজুলেশন করে জমা দেয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে নির্দেশ দেন।
জানাগেছে রেজুলেশন হবার আগেই চেয়ারম্যন শহীদুল ইসলাম শহীদ প্রায় ১৬টি গাছ কেটে ফেলেছে। স্থানীয় ইউপি সদস্য রফিক হাওলাদার জানান, চেয়ারম্যান শহীদুল ইসলামের নির্দেশে তিনি গাছ কেটেছেন।
গাছ কাটার বিষয়ে গত রবিবার বিষয়টি উপজেলা উন্নয়ন কমিটির সভায় উত্থাপন করেছেন পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান খালেক। এর আগে ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ ইউনিয়নের মিরুয়া সড়কের পাশে থাকা ৪ টি গাছ ও টেক্সটাইল-কচুয়া সড়কের পাশে থাকা ২ টি বড় গাছ বিক্রি করে।