খোলা বাজার২৪, শনিবার, ৫ নভেম্বর ২০১৬ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করে বলেছেন, ইতোমধ্যে দেশে ধনী-গরিবের বৈষম্য অনেককাংশে হ্রাস পেয়েছে।
শনিবার বেলা সোয়া ১২টার দিকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সরকারের নীতিই হচ্ছে বাংলাদেশকে উন্নত করা। সমবায়কে বহুমুখী সমবায় হিসেবে গড়ে তোলা। সমবায়ের মাধ্যমে দেশের অগ্রগতি অব্যহত রাখতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, কৃষি জমি নষ্ট করে কারখানা তৈরি করা নয় বরং চাষ উপযোগী জমি সংরক্ষণ করতে হবে, পণ্য উৎপাদন বহুগুণে বৃদ্ধি করতে হবে। আর নির্দিষ্ট জায়গায় শিল্প কারখানা হবে। এ জন্য আমরা অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে তুলেছি।