Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10kখোলা বাজার২৪, শনিবার, ৫ নভেম্বর ২০১৬ : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের উপর সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে বিএনপি।
শনিবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, কী কারণে হাজার বছরের শান্ত জনপদ নাসিরনগরে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলো সেটি তদন্তে হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে এ তদন্ত কমিশন গঠনের দাবি জানাচ্ছি।
এ ঘটনায় আওয়ামী লীগের ৩ নেতার বহিষ্কারের বিষয়টি উল্লেখ করে হাফিজ বলেন, যদিও এরই মধ্যে ক্ষমতাসীন দল তাদের দলীয় কর্মীদের বহিষ্কারের মাধ্যমে সরূপ উন্মোচন করেছেন, এ হামলার সঙ্গে কারা জড়িত।
‘তারপরেও বিষয়টি আরও পরিষ্কার করার জন্য আমরা এই বিচার বিভাগী তদন্ত কমিশন গঠনের জন্য দাবি জানাচ্ছি।’