খোলা বাজার২৪, শনিবার, ৫ নভেম্বর ২০১৬ : নোয়াখালীর সদর উপজেলার আনসার কোম্পানী বাজারে অগ্নিকান্ডের ঘটনায় একটি বড় তেলের গুদাম সহ ৫টি দোকান পুড়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আনসার কোম্পানী বাজারে (ডাক্তার বাজার) এ অগ্নিকান্ডেরর ঘটনা ঘটে।
খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ দোকানগুলো হলো, তেলের গুদাম কাশেম ট্রের্ডাস, ইত্যাদি টেইলার্স, বেলাল ওয়ার্কশপ, মৌচাক সোসাইটির অফিস সহ ৫টি দোকানঘর।
বাজার কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, শনিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বাজারে লোকজনের উপস্থিতি কম ছিলো। এর মধ্যে হঠাৎ করে তেলের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। এতে তেলের ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এসময় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ৫ জন আহত হয়েছে। এরআগেই ৫টি দোকানঘর পুড়ে যায়। এতে অন্তত কোটির টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মাইজদী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির বিষয়টি এখনো নিরূপণ করা হয়নি।