খোলা বাজার২৪, শনিবার, ৫ নভেম্বর ২০১৬ :
ফরিদপুর প্রতিনিধি :বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু বলেছেন, দিনে বিএনপি করবে আর রাতে আওয়ামীলীগের শ্লোগান দেবে এমন নেতাদের দলে প্রয়োজন নেই। সালথা-নগরকান্দার বিভিন্ন কমিিিটতে যারা পদে রয়েছেন তারা স্ব স্ব যোগ্যতায়ই এ পদ পেয়েছেন, তাই স্ব স্ব পদের দ্বায়িত্ব পালন করবেন বলে আশা করি। রিংকু বলেন, বেগম খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে জালেম সরকারের পতন ঘটাতে হবে। তাই ঐক্যবদ্দভাবে আন্দোলন করতে হবে।
নগরকান্দা উপজেলার লস্করদিয়া বাজারে নেতাকর্মীদের উদ্ধেশ্যে সাংগঠনিক বক্তব্য দানকোলে তিনি একথা বলেন।
তিনি বলেন, নিজেদের মধ্যে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এই সরকারের পতন ঘটাতে ঐক্যবদ্ধ হোন।