খোলা বাজার২৪, শনিবার, ৫ নভেম্বর ২০১৬ :
নড়াইল : সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন ”এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যদিয়ে ৪৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। জেলা সমবায় অফিসের আয়োজনে শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরে একটি র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাছিমা খাতুন, জেলা সমবায় অফিসার মোঃ মোমেন হোসেন ভূঁইয়া প্রমূখ। এদিকে, সমবায় দিবস উপলক্ষে লোহাগড়ায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজার নেতৃত্বে শহরে র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।