খোলা বাজার২৪, শনিবার, ৫ নভেম্বর ২০১৬ :
বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০দিনের মধ্যেই জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি দেশবাসীকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে নারী উদ্যোক্তাদের সংগঠন ওমেন চেম্বার অব কমার্স আয়োজিত বাণিজ্যমেলা দশম এসএমই এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘দেশে এমনও রাজনৈতিক দল আছে যারা ষড়যন্ত্র করে আমাদের আগ্রযাত্রা ব্যহত করতে চাচ্ছে, এরা ২০১৩ ও ২০১৪ সালে ষড়যন্ত্র করে আমাদের কিছুই করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।’
তোফায়েল বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেথ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে চলছি, রফতানী করেছি ৩৪ বিলিয়ন ডলারে, রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, আমাদের রেমিটেন্স ১৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আওয়ামী লীগ ব্যবসা বান্ধব সরকার, আপনার যে সমস্যা নিয়ে যান প্রধানমন্ত্রীর নির্দেশে তা আমি সমাধান করার চেষ্টা করি।’
শেখ হাসিনার নেতৃত্বে আগামীতেও আওয়ামী লীগ সরকার গঠন করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি আমরাই আবার ক্ষমতায় যাবো, কারণ আমাদের সময় যেভাবে উন্নয়ন হয়েছে, দেশ যেভাবে এগিয়ে চলেছ তা আর কখনো হয়নি, প্রধানমন্ত্রীর রুপকল্প বাস্তবায়ন হলে অচিরেই আমরা মধ্যম আয়ের দেশে পরিনত হবো।’
ওমেন চেম্বার অব কমার্স চট্টগ্রাম চ্যাপ্টারের প্রেসিডেন্ট কামরুন মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আজম নাছির উদ্দিন।