Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3খোলা বাজার২৪, রবিবার, ৬ নভেম্বর ২০১৬: রংপুরের পীরগাছা থেকে আঞ্চলিক কমান্ডার বেলাল হোসেনসহ (৪৬) নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পীরগাছা উপজেলার দুর্গাচরণ গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪৬), পশুয়া টাঙ্গাইল পাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে এরশাদ আলম (২৮), মনতাজুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (২৩) ও পশুয়া খাঁপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আল-আমিন (২০)।
রংপুর কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, নাশকতার উদ্দেশ্যে সাহাবাজপুর গ্রামের পরিত্যক্ত একটি ইটভাটায় জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছে- এমন খবরে অভিযান চালায় পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ককটেল নিক্ষেপ করে পালানোর চেষ্টা করে। পুলিশও ৬ রাউন্ড গুলি ছুড়ে তাদের জবাব দেয়। এক পর্যায়ে ওই চারজনকে আটক করে পুলিশ। বাকিরা পালিয়ে যায়।
জেএমবি সদস্যদের ছোড়া ককটেলে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাসুদ করিম, কনস্টেবল আসাদ, কোতোয়ালি থানার কনস্টেবল কুতুবসহ চারজন আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি দেশীয় পিস্তলসহ দুটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।