
১. ঠোঁটকে রক্ষা করুন: ঠোঁট ফাটা শীতকালের একটি বড় সমস্যা৷ শীতে ঠোঁট ফাটার হাত থেকে বাঁচাতে ব্যবহার করুন ভ্যাজলিন।
২. সাবান পরিহার করুন: সাবান আপনার ত্বককে তা রুক্ষ করে দেয়৷ তাই এই শীতে সাবান ব্যবহার না করে ক্রিমযুক্ত বডি-ওয়াশ ব্যবহার করুন অথবা
৩. কোল্ড ক্রিম ব্যবহার করুন: কোল্ড ক্রিম ত্বকে একটা তৈলাক্ত আবরণ তৈরি করে৷ তাই শুষ্কতা বেড়ে গেলে ত্বকে আর্দ্রতা পেতে কোল্ড ক্রিম ব্যবহার করুন৷ এছাড়াও হাতের যত্নে হ্যান্ড ক্রিম কিনে নিন।
৪. প্রচুর সবজি ও ফল খান: শীতে প্রচুর পরিমান নতুন শাক-সবজি পাওয়া যায়। এই শাক-সবজি শরীরে প্রয়োজনীয় ভিটামি্ন ও খনিজ সরবরাহ করে যা আপনার স্বাস্থ্য ও ত্বককে সতেজ রাখবে৷ শাক-সবজির সাথে প্রচুর ফলমূল খান যা আপনার ত্বকের জন্য একান্ত প্রয়োজনীয়৷
৫. বেশী পরিমাণে পানি পান করুন: শরীর আদ্র রাখার জন্য বেশী পরিমানে পানি পান করুন। শরীরকে সজীব ও সতেজ রাখার জন্য প্রচুর পানি পান দরকার৷