Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
rupcare_winter-night-care1খোলা বাজার২৪, রবিবার, ৬ নভেম্বর ২০১৬: শীতে ত্বক কোমল ও মসৃণ রাখার ঘরোয়া উপায় ফ্যাশন, রূপচর্চা সম্পর্কিত পোস্ট এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে যা করবেন এক্সট্রা গ্লোয়িং ত্বক পেতে যা করবেন ব্রণের গর্ত সারিয়ে নিন প্রাকৃতিক উপায়ে ব্রণের গর্ত সারিয়ে নিন প্রাকৃতিক উপায়ে উজ্জ্বল ত্বকের জন্য কয়েকটি ঘরোয়া ফেস প্যাক উজ্জ্বল ত্বকের জন্য কয়েকটি ঘরোয়া ফেস প্যাক নখ সাজাতে নেইল পলিশ নখ সাজাতে নেইল পলিশ প্রতিদিন একটু একটু করে শীতের প্রকোপ বাড়ছে আর শুষ্ক হয়ে উঠছে আবহাওয়া। ফলে আর্দ্রতা হারাচ্ছে আমাদের ত্বক। তবে এখন থেকেই যদি ত্বকের যত্ন নেওয়া শুরু করেন, তাহলে যতই শীত পড়ুক না কেন, আপনার ত্বক থাকবে অন্য সময়ের মতোই কোমল, সুন্দর ও মসৃণ। ত্বকের যত্ন নিতে দামি দামি প্রসাধনী ব্যবহার করতে হবে না। ঘরে থাকা অতি সাধারণ জিনিস ব্যবহার করেই নিতে পারবেন ত্বকের যত্ন। আপনার ত্বক বুঝে বেছে নিন যত্নের পদ্ধতি।
শুষ্ক ত্বক- ১) দুটো খেজুর সারা রাত দুধে ভিজিয়ে রাখুন। গোলাপের পাপড়ি, খেজুর বেটে পেস্ট করে নিন। এরপর এতে খানিকটা চন্দনের গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট পর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক মসৃণ হবে।
২) গুঁড়ো দুধ, মধু, আমন্ড অয়েল একসাথে মিশিয়ে ত্বকে লাগান। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে।
৩) কমলালেবুর রস খুব ভালো ময়েশ্চারাইজার। এর সাথে মেথিবাটা, দুধ ও ময়দা মিশিয়ে সাবানের পরিবর্তে মুখ ধোয়ার জন্য এই মিশ্রণ ব্যবহার করুন। তৈলাক্ত ত্বক- ১) পাতিলেবুর রস, নিমপাতার রস, মুলতানি মাটি মিশিয়ে পুরো মুখে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ঠাণ্ডা পানির ঝাপটা দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ২) কাঁচা হলুদের রস ও মুলতানি মাটি মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। প্যাক শুকিয়ে এলে গোলাপজলে তুলা ভিজিয়ে ভালো করে মুছে ফেলুন। আরো আধা ঘণ্টা পর মুখ ধুয়ে ফেলুন। ৩) কমলালেবুর খোসাবাটা ও চালের গুঁড়ো সমপরিমাণে মিশিয়ে প্যাক বানিয়ে লাগান। প্যাক আধাশুকনা হলে প্রথমে তরল দুধ লাগিয়ে হালকাভাবে মাসাজ করে স্ক্রাব করুন, এরপরে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
নির্জীব ত্বক- ১) শীতের কারণে ত্বক দ্রুত ক্লান্ত হয়ে যায়। ত্বকের এই ক্লান্তি দূর করতে মসুর ডালের পেস্ট ও ধনেপাতার রস মিশিয়ে মুখে লাগান। আধা ঘণ্টা পর ঠাণ্ডা পানির ঝাপটা দিয়ে ধুয়ে ফেলুন।
২) ডাবের পানি, গোলাপজল ও পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
৩) শীতে ত্বকে ছোপ ছোপ দাগ বেড়ে যায়। ছোপ দূর করতে টমেটোর রস, কাঁচা হলুদের রস, গমের আটা ভালো করে মিশিয়ে মুখ, গলা ঘাড়ে লাগান। শুকিয়ে গেলে গোলাপজল দিয়ে মুছে ফেলুন।
৪) এক টেবিল চামচ কমলালেবুর রস সমপরিমাণ ওটমিলের সাথে ভালো করে মিশিয়ে ত্বকে লাগান। ৫) পাকা পেঁপে চটকে নিয়ে তাতে মধু মিশিয়ে মুখে, গলায়, হাতে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। ৬) গোলাপের পাপড়ি বাটা, দুধের সরবাটা ও মধু একসাথে মিশিয়ে ত্বকে লাগান। ত্বক মসৃণ হবে।