খোলা বাজার২৪, রবিবার, ৬ নভেম্বর ২০১৬: ঘূর্ণিঝড় “নাডা’র আঘাত মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়ে চট্টগ্রাম জেলা চট্টগ্রাম জেলা প্রশাসক সামসুল আরেফিন জানান দুর্যোগপ্রবণ উপজেলাগুলোর নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তাদের ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে তাদের সাইক্লোন সেন্টারগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে। এলাকাগুলোতে এখনও সাইরেন ব্যবহার করা না হলেও মেগাফোনের মাধ্যমে জনগণকে সতর্ক করা হচ্ছে।
ঘূণিঝড় “নাডা’র ক্ষতি মোকাবেলা এবং দুর্যোগ মোকাবেলায় করণীয় নির্ধারণে জরুরী সভা আহবান করেন চট্টগ্রাম জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগকালীন সেবার সঙ্গে সম্পর্কিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এদিকে যেকোনা প্রকার যোগাযোগে নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে জেলা প্রশাসন। নিয়ন্ত্রণ কক্ষে ৬১১৫৪৫ ও ০১৮২৭৮৯৯৯১৪ নাম্বারে ফোন করে ঘূর্ণিঝড়ের বিষয়ে যেকোন তথ্য জানা যাবে।
এ ছাড়া দেশের প্রধান সমুদ্রবন্দরের চ্যানেল, জেটি, হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট ইত্যাদি নিরাপদ রাখার স্বার্থে জরুরি সভা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম জানান দুপুর থেকে চট্টগ্রাম বন্দরের নিজস্ব সতর্কতা ‘অ্যালার্ট-২’ জারি করা হয়েছে।‘অ্যালার্ট-২’ অনুযায়ী বন্দর জেটিতে অবস্থানরত জাহাজগুলোকে শক্তভাবে বেঁধে রাখা, ক্রেনের নিরাপত্তা বাড়ানো ইত্যাদি কার্যক্রম নেওয়া হয়েছে। তবে বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।এ ছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ সকাল থেকে বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তর কাজ বন্ধ রয়েছে। তবে জেটিতে জাহাজ থেকে পণ্য খালাসকাজ চলছে জানান তিনি।