Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

55খোলা বাজার২৪, রবিবার, ৬ নভেম্বর ২০১৬: মনিরুল ইসলাম পারভেজ, চট্টগ্রাম : চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় রোগীসহ ৪ জন আহত হয়েছে। রবিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডে বাঁশবাড়ীয়া আর আর টেক্সটাইল মিলের সামনে রোগীবাহী এ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।।
সীতাকন্ড থানার অফিসার ইনচার্জ ইফতেখার উদ্দিন বার্তা সংস্থা এনবিএসকে জানায়, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া আর আর টেক্সটাইল মিল এলাকা চট্টগ্রাম মূখি (ঢাকা মেট্রো-ছ-৭৪-১১৯) রোগীবাহি এ্যাম্বুলেন্সটি অতিক্রমকালে মিল থেকে প্রাণ কোম্পানীর (ঢাকা মেট্রো- উ-১৪-১৯৯৫) কাভার্ডভ্যানটি মহাসড়কে উঠার সময় রোগীবাহী এ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা দেয়।এতে এ্যাম্বুলেন্সে থাকা মহিলা রোগী অজ্ঞাত নামা, চালক সোহাগ (৩০), সহকারী সাদ্দাম হোসেন (১৮) ও রোগীর আত্মীয় সাহাদাত হোসেন (৩৫) গুরুতর আহত হয়। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে এ্যাম্বুলেন্স রোগী ও চালককে উদ্ধার করে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করি এবং অজ্ঞাতনামা মহিলা রোগীকেগুরতর আহত থাকায় চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করি।