খোলা বাজার২৪, রবিবার, ৬ নভেম্বর ২০১৬:
কুড়িগ্রাম : সব্যসাচী লেখক কবি সৈয়দ শামসুল হক এর মহা প্রয়াণে কুড়িগ্রামে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম প্রেস ক্লাব চত্বরে সৈয়দ শামসুল হক স্মরণ সভা অয়োজক পরিষদের উদ্যোগে আলোচনা, স্মৃতিচারণ, আবৃত্তি ও গানের মধ্যদিয়ে এ স্বরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরন সভায় উপস্থিত ছিলেন কবি পতিœ সৈয়দ আনোয়ারা হক, কবিপুত্র দ্বিতীয় সৈয়দ হক, পুত্রবধু জিনা আমবারিন খানসহ পরিবারের সদস্যরা। এছাড়াও প্রবিণ আইনজীবি কে এস আলী আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, পৌর মেয়র আব্দুল জলিল, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমূখ।
বক্তারা বলেন কুড়িগ্রামের প্রতি কবি সৈয়দ হকের অগাধ ভালোবাসা তার প্রতিটি কবিতা, গল্প, নাটকে ফুটে উঠেছে। পাশাপাশি জাতীয় পর্যায়ে ঢাকার বুদ্ধিজীবি কবর স্থানে তিনি সায়িত না হয়ে তার শেষ ইচছা অনুয়ায়ী তার জন্মশহর কুড়িগ্রামে স্বায়িত হয়ে কুড়িগ্রামকে করে গেছেন আরো সমৃদ্ধ। তিনি কুড়িগ্রাম পুত্র হয়ে বেঁচে থাকবেন গোটা বাংলায়।