Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখোলা বাজার২৪, সোমবার, ৭ নভেম্বর ২০১৬:  শোলাকিয়া ঈদগাহ জামাতের ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসউদ বলেন, আমাদের দেশে সাধারণত উগ্রবাদীরা সংখ্যালঘুদের ওপর হামলার এরকম ঘটনা ঘটিয়ে থাকে। কিন্তুএমন ঘটনায় আহলে-সুন্নতের নাম এসেছে যা আমরা কখনোই চিন্তা করিনি।

সময় টিভির নিয়মিত অনুষ্ঠান সম্পাদকীয়তে তিনি একথা বলেন। এছাড়া ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত সদস্য সচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।

মাওলানা ফরিদউদ্দিন মাসউদ বলেন, প্রথমেই আমি বি-বাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। কারণ মুসলিম সমাজে যেসব অমুসলিম বাস করে তাদের জান-মাল, ইজ্জত সবকিছু প্রতিটি মুসলমানের কাছে আমানত। আর আমরা এই আমানত রক্ষা করতে ব্যর্থ হয়েছি। অত্যন্ত পরিতাপের সাথে আজ আমাকে এই কথাটা স্বীকার করতে হচ্ছে।

তিনি বলেন, রাসুলে করিম (সা.) এর মত সহনশীল কেউ দুনিয়াতে আসে নাই। তাই আমরা যদি সত্যি তার উম্মত হয়ে থাকি তাকে অনুসরণের দাবি করে থাকি তাহলে আমরা যেটা করেছি সেটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। হাদীসে বর্ণিত আছে, কেউ যদি অন্য ধর্মাবলম্বীদের কষ্ট দেয়, অত্যাচার করে তাহলে আমি মোহাম্মদ (সা.) নিজে হাশরের ময়দানে ওই ব্যক্তি বিরুদ্ধে আল্লাহুর কাছে অভিযোগ আনবো। এত স্পষ্ট থাকার পরেও আমরা ধর্মের নামে উত্তেজনা সৃষ্টি করে প্রাণ সম্পদ নষ্ট করছি।

প্রতিবেশী যে ধর্মেরই হোক না কেন শরিয়াতে সকলের অধিকার সমান।