খোলা বাজার২৪, সোমবার, ৭ নভেম্বর ২০১৬: রানীশংকৈল নেকমরদ গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট কমিটি টিকিট দিয়ে খেলা পরিচালনা করায় এলাকাবাসির অভিযোগ পাওয়া গেছে, এরই পেক্ষিতে কমিটির সভাপতি ইউএনও খন্দকার মোঃ নাহিদ হাসান সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন। গত ২৯ অক্টোবর নেকমরদ গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট উদ্বোধন হলেও গত ২ নভেম্বর খেলার মাঠে প্রবেশের জন্য সৌজন্য টিকিটের বিনিময়ে দর্শকদের নিকট হতে বিভিন্নহারে টাকা নেওয়ার অভিযোগ করেছে খেলাপ্রেমী দর্শকরা। অন্যদিকে, অভিভাবক মহলের অভিযোগ বর্তমানে যে মাঠটিতে খেলা হচ্ছে সে মাঠটি জেএসসি পরীক্ষা কেন্দ্র, জেএসসি, জেডিসি, ডিগ্রী, অনার্স, কারিগরীর নবম শ্রেনীর বোর্ড পরীক্ষা চলছে, ঠিক এ সময় টুনামেন্টের আয়োজনটি করা উচিত হয় নি। তাদের অভিযোগ এই খেলাধুলার কারণে আমাদের ছেলেমেয়েদের পড়ালেখার টেবিলে মন বসে না। তারা একটু সুযোগ হলেই চলে যাচ্ছে খেলার মাঠে।
তাই এ টুনামেন্ট নিয়ে অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছে। ২ নভেম্বর খেলাচলাকালীন কথা হয় হরিপুর উপজেলার রিপনের সাথে সে এবার কারিগরী স্কুল থেকে নবম শ্রেণীর র্বোড পরীক্ষার্থী ৩ নভেম্বর তার ইংরেজী পরীক্ষা রয়েছে সে ফুটবল খেলাকে খুব ভালবাসে তাই সে অন্য উপজেলা থেকে খেলা দেখতে চলে এসেছে,পড়াশুনায় বিঘœ ঘটবে না প্রশ্ন করলে উত্তরে বলেন তা তো হবেই। এভাবে অনেক পরীক্ষার্থী এসেছেন খেলা দেখতে। উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সম্পাদক আনিসুর রহমান বলেন, শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন এবং খেলা দেখার নামে টিকিট বাণিজ্য করাটা অনৈতিক এছাড়াও সরকার যখন দরিদ্র অসহায় মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাউল দিচ্ছেন এবং কৃষকের ধান মাঠে রয়েছে তাছাড়া মানুষের অভাব লেগেই রয়েছে,ঠিক সে-সময় খেলা দেখার নামে টিকিট বাণিজ্য মোটেই মেনে নেওয়া যায় না, তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ তামাশা বন্ধ করার আহবান জানান। এ বিষয়ে ইউএনও খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, আমি খেলা কমিটির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছি। খেলা কমিটির সম্পাদক নাজিমুল হাসান বলেন, খেলার মাঠটি পরীক্ষা কেন্দ্র হলেও আমরা পরীক্ষা শেষে খেলার মাইকিং শুরু করি। এছাড়াও টিকিট প্রসঙ্গে তিনি বলেন, আমরা মানুষের অভাব দেখে পরবর্তী খেলাগুলোতে টিকিটের মূল্য কমিয়ে দিয়েছি।