Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

41kআওয়ামী লীগ বিভাজনের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে এসে উপস্থিত সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগ এই বিভাজনের রাজনীতি শুরু করেছে। তারা মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্রের চেতনাকে নস্যাৎ করে এক দলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছিল। আবারও আওয়ামী লীগ একইভাবে মানুষের গণতান্ত্রিক ভোটের অধিকারহরণ করেছে, কথা বলার অধিকার, লেখার অধিকার কেড়ে নিয়েছে।
ফখরুল বলেন, আমরা একটি অ-গণতান্ত্রিক শ্বাসরুদ্ধকর পরিস্থিতে বসবাস করছি। এর থেকে মুক্তি পেতে হবে, দেশের সকল মানুষ এ অবস্থা থেকে মুক্তি পেতে চায়।
তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে মানুষের কথা বলার অধিকার, লেখার অধিকার ফিরিয়ে এনেছিল জিয়াউর রহমান।
৮ নভেম্বরের অনুমতি সম্পর্কে তিনি বলেন, আমরা এখনও আশাবাদি। আমরা আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। গণতন্ত্রকে চালু রাখার জন্য আমাদের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করবার জন্য তারা আমাদেরকে সুযোগ দিবেন এবং আমরা একটি জনসমাবেশ করার অনুমতি পাব।
‘বিএনপির যে আবেদন করেছে তা আওয়ামী লীগ অ-স্বীকার করেছে’ এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমরা যে আবেদন করেছে তার চিঠিও সাংবাদিকদের দেখিয়েছি। সরকার এবং ডিএমপি যে মিথ্যা কথা বলছে তা প্রমাণিত।
দেশের বর্তমান সাম্প্রদায়িক ঘটনা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, দেশে যে সাম্প্রদায়িক স্থিতিশীলতা রয়েছে সেটা বিনষ্ট করার জন্য, বাংলাদেশের ভাবমূর্তিকে বাইরে খারাপ করার জন্য এ ধরনের ঘটনা সু-পরিকল্পিতভাবে ঘটাচ্ছে। এসব ঘটনার সঙ্গে জড়িত সরকারি দলের লোকেরাই। অর্থাৎ আওয়ামী লীগের লোকেরাই এ সমস্ত ঘটনাগুলোর সঙ্গে জড়িত।