
৭ নভেম্বর বাংলাদেশের রাজনীর ইতিহাসে টানিং পয়েন্ট উল্লেখ করে ডাঃ ইরান বলেন, সরকার জিয়া পরিবার ও জাতীয়তাবাদী শক্তিকে ভয় পায়। তাই সভা সমাবেশ করতে বাধা দিচ্ছে। ৭ নভেম্বরের চেতনায় রাজপথে আন্দোলন জোরদার করলে সরকার পতন সুনিশ্চিত করা সম্ভব হবে। জালেম সরকারের পতন ছাড়া হত্যা খুন গুমের অপরাজনীতি বন্ধ হবে না।
তিনি আজ (সোমবার) সকাল সাড়ে ১০ টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেরেবাংলা নগরস্থ মাজারে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও সংক্ষিপ্ত সমাবেশ করে বাংলাদেশ লেবার পার্টি।
এতে ২০ দলীয় জোট শরিক লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে কর্মসুচীতে অশংনেন ও বক্তাব্য রাখেন লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান অ্যাডঃ ফারুক রহমান, যুগ্ম মহাসচিব শামসুদ্দিন পারভেজ। এছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, ঢাকা মহানগর সাধারন সম্পাদক মাহমুদ খান, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, ছাত্রমিশন সভাপতি কামরুল ইসলাম সুরুজ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ।