Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

69খোলা বাজার২৪, সোমবার, ৭ নভেম্বর ২০১৬:
নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডাচ্ -বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় ডাচ্ -বাংলা ব্যাংকের এজেন্ট মনিরা স্টেশনারী এন্ড স্পোর্টস কর্নারে বিশিষ্ট ব্যবসায়ী মুসা মিয়ার সভাপতিত্বে ডাচ্ -বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করেন ডাচ্ -বাংলা ব্যাংকের বিভাগীয় এভিপি ও রিজিওনাল ম্যানেজার মোঃ- সাইফুল ইসলাম । পরে ডাচ্ -বাংলা ব্যাংকের অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাচ্ -বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার তাপস কুমার দাস ,নাচোল উপজেলা সহকারী ম্যাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, খুরশেদ মোল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম , মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম ,নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ আল মাসুদ সহ প্রমুখ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডাচ্ -বাংলা ব্যাংকের সিনিয়র ফিল্ড অফিসার ইউসুফ আলী , নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি এম জোহরুল ইসলাম , নাচোল ডাচ্ -বাংলা ব্যাংকের এজেন্ট তৌহিদুল ইসলাম তুষার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।