খোলা বাজার২৪, সোমবার, ৭ নভেম্বর ২০১৬:
মানব বন্ধনের মাধ্যমে ৭ নভেম্বর সৈনিক হত্যা দিবস পালন করেছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ মুন্সীগঞ্জ জেলা শাখা। রবিবার দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত প্রত্যেকের হাতে ছিল ফেস্টুন, ব্যানার এবং পোস্টার।
স্বৈরাচার জিয়াউর রহমানের নেতৃত্বে মেজর জেনারেল খালেদ মোশাররফ ও মেজর হায়দারসহ হাজার হাজার মুক্তিদ্ধো অফিসার ও মুক্তিযোদ্ধা সৈনিকদের বিভিন্ন ক্যান্টনমেন্টে রাতের অন্ধকারে নির্বিচারে হত্যার প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানব বন্ধন অনুষ্ঠানে আব্দুল হাকিম খন্দকারের সভাপতিত্বে ও কামাল হোসেন পাইকের নেতৃত্বে মানব বন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপাল চন্দ লাল, মোহাম্মদ আলী, বাসেত নবী খোকন, মো: রোস্তম খান, মো: রাসেল খান, মো: মেরাজ হোসেন, মেজর রেজায়েল খালেদ, মেজর হায়দারসহ অনেকে মানব বন্ধনে উপস্থিত ছিলেন।