Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

72খোলা বাজার২৪, সোমবার, ৭ নভেম্বর ২০১৬:

মামুনুর রশীদ, ত্রিশাল :বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ত্রিশালে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। সোমবার বিকেলে ত্রিশাল উপজেলা যুবলীগের বর্ধিত সভায় এ সব কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, আলোচনা সভা, র‌্যালী ও বিভিন্ন ইউনিয়নে সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডের ডকুমেন্টারী প্রদর্শন, উপজেলার যুবকদের মাঝে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বর্তমান সরকারের ভুমিকা শীর্ষক কার্য়ক্রম তুলে ধরা, শিশু কিশোরদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে চিত্রাঙ্গন প্রতিযোগিতা সহ সাত দিন ব্যাপী এ কর্মসুচী গ্রহন করা হয়। ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে সাধারন সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন সভাপতি সাধারন সম্পাদক বৃন্ধ।
সভাপতির বক্তব্যে জাহিদুল ইসলাম জুয়েল সরকার বলেন বর্তমান সরকারের উন্নয়ন ধারাকে ব্যহত করতে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত। এ ষড়যন্ত্র মোকাবেলা করতে যুবলীগের প্রত্যেক নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। আওয়ামীলীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন তার উদৃত্বি দিয়ে তিনি বলেন আগে যারা জাতীয় পাটি,বিএনপি ও অন্যান্যদলের স্বাধ ভোগ করে বর্তমানে আওয়ামীলীগে জায়গা নিয়েছে এসব হাইব্রিড নেতারা আজ ত্রিশালের আওয়ামীলীগকে কলঙ্কিত করছে। এসব নেতাদের মুখোশ উন্মোচনের মাধ্যমে নেতাকর্মীদের কাছে তুলে ধরতে হবে। আওয়ামীলীগ, যুবলীগ কখনো হাইব্রিড নেতাদের প্রশ্রয় দিবেননা। সাম্প্রতিক ঘটে যাওয়া ব্রাক্ষনবাড়িয়ায় সংখ্যালঘুদের উপর হামলা ও ত্রিশালের বালিপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়কের বাসায় হামলার তীব্র নিন্দা জানান এবং দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন।