খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার। তবে ৮১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে এখনও চারটি পদ খালি। ওই চারপদে এখনও কোনো নাম ঘোষণা করা হয়নি। ফলে এনিয়ে নেতাদের মধ্যে আগ্রহ বাড়ছে। হচ্ছে নানা মুখী আলোচনা।
তিনজন প্রেসিডিয়াম সদস্য ও একটি আন্তর্জাতিক সম্পাদকের পদে নাম চ’ড়ান্ত করা হয়েছে কিনা এই ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, এখনও পর্যন্ত ওই চারটি পদে কারো নাম চ’ড়ান্ত হয়নি। এটা আমাদের দলের সভাপতি ঠিক করবেন। তিনি ঠিক করার পর তা আমরা সবাইকে জানিয়ে দেব। প্রেসিডিয়ামের দুটির পদের একটিতে শেখ রেহানা ও একটিতে সজীব ওয়াজেদ জয়, অপর একটিতে সৈয়দ আবুল হোসেনের আসার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই ব্যাপারে আমার আসলে জানা নেই। তারা দুইজন এখন সরাসরি কমিটিতে আসছেন কিনা এটাও আমি বলতে পারবো না। নেত্রী জানেন। আর আবুল হোসেন প্রসঙ্গে বলেন, তার নাম দেখছি বিভিন্ন দিক থেকে আসছে। তবে এখনও নিশ্চিত কোনো কিছু আমার জানা নেই। এগুলো কারা বলছে তাও আমি জানি না। আবুল হোসেনকে প্রেসিডিয়ামে রাখা না হলেও আন্তর্জাতিক সম্পাদক করা হতে পারে বলে গণমাধ্যমেও সংবাদ এসেছে, এই ব্যাপারে তিনি বলেন, সভাপতির কাছ থেকে কোনো কিছু চূড়ান্ত না হয়ে আসা পর্যন্ত কোনো কিছু বলা ঠিক হবে না। তাছাড়া আমি আসলে জানিও না ওই চারপদে কারা আসছেন। এদিকে শেখ হাসিনার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, শেখ রেহানা ও সজীব ওয়াজেদ জয় আগামী দিনে রাজনৈতিকভাবে আরও ব্যাপকভাবে কাজ করবেন। কিন্তু তারা কমিটিতে নাম লেখাবেন কিনা এটা দেখার জন্য একুট সময় লাগবে। তাদের আসার সম্ভাবনা থাকলে ও নেত্রী তাদেরকে আনার সিদ্ধান্ত নিলে আপাতত প্রেসিডিয়ামের দুটি পদ খালিও থাকতে পারে। পরে ঘোষণা করা হতে পারে। আমাদের সময়.কম