খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬: ফারুক মিয়া (৫৫) নামে হবিগঞ্জ জেলা কারাগারে এক কয়েদীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত ফারুকের বাড়ি বানিয়াচং উপজেলার তাজপুর গ্রামে।
হবিগঞ্জ জেল সুপার মো. গিয়াস উদ্দিন বলেন, সকালে ফারুক মিয়া গোসল করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। দ্রুত তাকে সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ফারুক মাদক মামলায় আসামি হিসেবে কারাগারে বন্দি ছিলেন। তার লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।