খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬: দিনাজপুরের পার্বতীপুরে দাম্পত্য কলহের জের ধরে মেয়েকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করে বাবা আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, পার্বতীপুর শহরের রোস্তমনগর কলেজ পাড়া মহল্লায়।
গত বুধবার (২ নভেম্বর) সকাল ৮টায় ঘটনার সূত্রপাত হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৭ নভেম্বর) রাত ১টায় বাবা রুবেল হোসেন (২৫) মারা যান। মেয়ে মিমি আকতার (৫) আশঙ্কাজনক অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, ৮ বছর আগে শহরের কলেজ পাড়া মহল্লার আইয়ুব আলীর মেয়ে আমিনা খাতুন মিনা (২০)’র সাথে ধুপিপাড়া মহল্লার রমজান আলীর ছেলে রুবেল হোসেন (২৫) এর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের ৩ বছরের মাথায় মিমি (৫) নামে তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে স্বামীর-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই ছিল। এনিয়ে গত ৩ মে আমিনা খাতুন স্বামী রুবেল হোসেন কে একতরফা তালাক দেন। তারপরও সন্তানের সূত্র ধরে রুবেল হোসেন স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য রোস্তমনগরে তার শ্বশুর যাতায়াত করতো। কিন্তু কোন ভাবেই মিনা আর ফিরতে রাজি না হওয়ায় গত ২ নভেম্বর সকালে শ্বশুর বাড়ী গিয়ে প্রথমে মেয়েকে বিষপান করিয়ে নিজে বিষপান করে। এতে মেয়ে ও বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের স্থানীয় ল্যাম্ব হাসপাতালে ভর্তি করা হয়।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।