খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬: বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র ও বড় বড় কর্পোরেশনের গোপন নথি ফাঁসকারী বিকল্প সংবাদমাধ্যম উইকিলিকসের ই-মেইল হ্যাকিংয়ের শিকার হয়েছে। হ্যাকিংয়ের ফলে কিছুক্ষণ উইকিলিকসের ই-মেইল সার্ভার বন্ধ থাকে। পরে পুনরায় সার্ভার চালু হয়। সোমবার টুইটারে এ ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন হিলারি ক্লিনটনের দল ডেমোক্র্যাটিক পার্টির আরও ৮ সহস্রাধিক ই-মেইল ফাঁসের কিছুক্ষণের মধ্যেই এ হ্যাকিংয়ের ঘটনা ঘটলো।
নিজেদের অফিসিয়াল টুইটারে উইকিলিকস ঘোষণা দেয়, ‘ডিনসির ইমেইল দ্বিতীয় কিস্তি ফাঁসের পর আমাদের ই-মেইল সার্ভার ডিওএস আক্রমণের শিকার হয়েছে।’ এর আরেকটি টুইটে সার্ভার বন্ধ হয়ে যাওয়ার কথা জানায় উইকিলিকস। তবে ঠিক কতক্ষণ সার্ভার বন্ধ ছিলো এবং হ্যাকিংয়ের ফলে তাদের নথি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তার কিছুই জানায়নি উইকিলিকস।
তার আগে ৬ নভেম্বর উইকিলিকস ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা ম্যানেজার জন পডেস্টার আরও কিছু ই-মেইল ফাঁস করে। এ নিয়ে পডেস্টার প্রায় ৫০ হাজার ই-মেইল ফাঁস করলো উইকিলিকস।
হিলারি সংক্রান্ত বিভিন্ন ইমেইল ফাঁসের মধ্য দিয়ে মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের ভিত্তি নাড়িয়ে দিয়েছে ইউকিলিকস। তবু দুনিয়াজুড়ে বিভিন্ন রাষ্ট্রের জনবিরোধী গোপন তথ্য ফাঁস করা অ্যাসাঞ্জ মনে করছেন, সবকিছুর পরও হিলারিই প্রেসিডেন্ট হবেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি’র সঙ্গে এক সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ উইকিলিকসের ফাঁস করা হিলারি সংক্রান্ত ইমেইলগুলোর সঙ্গে রুশ সংযোগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। সাক্ষাৎকারটি নিয়েছিলেন অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত সুবিখ্যাত ব্রিটিশ সাংবাদিক জন পিলজার।
ডেমোক্র্যাট শিবিরের অভিযোগ, উইকিলিকসের ফাঁস করা নথির সঙ্গে রাশিয়ার সংযোগ রয়েছে এবং হিলারি ক্লিনটনকে প্রেসিডেন্ট নির্বাচনে হারিয়ে দিতেই সেগুলো ফাঁস করা হয়।
আরটি’র সঙ্গের সাক্ষাৎকারে অ্যাসাঞ্জের কাছে উইকিলিকস কর্তৃক হিলারির ইমেইল ফাঁসে রুশ সংশ্লিষ্টতার অভিযোগ সম্পর্কে জানতে চান পিলজার। তার কাছে জানতে চাওয়া হয়, ট্রাম্পকে নির্বাচন জেতাতেই উইকিলিকস হিলারির ইমেইল ফাঁস করেছে কিনা। অভিযোগ অস্বীকার করেছেন অ্যাসাঞ্জ। তবে কারা উইকিলিকসের কাছে হিলারির ইমেইল সংক্রান্ত তথ্য ফাঁস করেছে, তা জানাননি তিনি।
জবাবে অ্যাসাঞ্জ ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নাকচ করে দেন। তিনি বলেন, ‘আমার বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্পকে জিততে দেওয়া হবে না। কেন এটা বলছি? কেননা সামগ্রিক মার্কিন এস্টাবলিশমেন্টের কোনও অংশই তার সঙ্গে নেই। ইভানজিলিক্যালস ছাড়া (যদি আদৌ তাকে এস্টাবলিশমেন্ট বিবেচনা করা হয়) আর কোনও এস্টাবলিশমেন্ট তার সঙ্গে নেই।’
পিলজারের সঙ্গের সাক্ষাৎকারে হিলারির জয়ের সম্ভাব্যতার ব্যাপারে অ্যাসাঞ্জ আরও বলেন, ‘ব্যাংক, গোয়েন্দা সংস্থা, অস্ত্র ব্যবসার কোম্পানিগুলো, কিংবা বিদেশি তহবিল সব একত্রিত হয়ে হিলারির পাশে দাঁড়িয়েছে। এমনকী মিডিয়াও তাই। মালিক-সাংবাদিক সবাই হিলারির সঙ্গে আছেন।’ সূত্র: আরটি।