খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই বাইরের দৃশ্য দেখে বোঝা যেতে পারে, এদেশে ভোট এসেছে। তবুও সে দৃশ্যপট বঙ্গদেশীয় কিংবা ভারতবর্ষীয় ঢঙের নয়। দলবেঁধে যাওয়া-আসার চিত্র এমনিতেই এ জনপদে বিরল। ভোটের দিনও তেমনটি কেউ চিন্তা করেন না। তবুও যেভাবেই আসুন, কোটি কোটি আমেরিকান নারী-পুরুষ আজ ভোটকেন্দ্রে আসবেন। পরবর্তী মেয়াদের জন্য বাছাই করবেন দেশটির প্রেসিডেন্ট-ভাইস প্রেসিডেন্ট। সঙ্গে সিনেটর, কংগ্রেসম্যান এবং স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিনিধি। প্রতি চার বছর পরপরই তাদের সামনে এমন একটি মঙ্গলবার আসে। কিন্তু আগের এই দিনগুলোর সঙ্গে কি এবারের এই মঙ্গলবারের কোনো তফাৎ আছে?
শুধু আমেরিকান বোদ্ধারা নন, দুনিয়ার তাবৎ রাষ্ট্রবিজ্ঞানী, রাজনীতি বিশ্লেষক ও সমাজবিজ্ঞানীদের স্পষ্ট অভিমত, হ্যাঁ, আছে বৈকি, বিরাট তফাৎ! আগের কোনোটির সঙ্গেই মেলানো যাবে না এবারের মার্কিন নির্বাচনকে। কারণ, ২২৮ বছরের ইতিহাসে এবারই প্রথম একজন নারী আমেরিকার হবু প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসের খুব কাছাকাছি এসে পৌঁছেছেন। আগামী ৪০ ঘণ্টারও কম সময়ের মধ্যে তার ভাগ্য-পরীক্ষার চূড়ান্ত ফল জানা যাবে। অন্যদিকে বহুকাল পর, বলতে গেলে দাসপ্রথা বিলুপ্তির পর কথিত সভ্য আমেরিকায় এই প্রথম একজন প্রেসিডেন্ট পদপ্রার্থী সুস্পষ্টভাবে জাতি-ধর্ম ও বর্ণবিদ্বেষ উস্কে দিয়ে অদ্ভুত এক ভীতি জাগানিয়া কায়দায় হোয়াইট হাউসের কর্তৃত্ব দখলে নিতে চাইছেন। বিস্ময়ের ব্যাপার হলো, তার এই ভয়ঙ্কর কৌশল ইতিমধ্যেই ব্যাপকভাবে সফল! রীতিমতো ভোজবাজির মতো বাঘা বাঘা সব রাজনীতিককে ধরাশায়ী করে রিপাবলিকান পার্টির মনোনয়ন ছিনিয়ে নেয়া রিয়েল এস্টেট ব্যবসায়ী ডনাল্ড ট্রাম্প যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন তা এখন বাস্তবতা। এমনকি জনমত জরিপে দিন দুয়েকের জন্য হিলারিকে পেছনে ফেলে দেয়ার বিস্ময়ও তিনি সৃষ্টি করেন। আর এ পর্যায়ে? আমেরিকার ৩২ কোটি মানুষই কেবল নয়, বলতে গেলে গোটা দুনিয়ার মানুষই টান টান উত্তেজনায় অপেক্ষা করছেন চূড়ান্ত বিস্ময়ের। সব বাধা ডিঙ্গিয়ে একজন নারীর নেতৃত্বে জর্জ ওয়াশিংটন-আব্রাহাম লিংকনদের দেশে নতুন ইতিহাস সৃষ্টি হবে, নাকি একজন অরাজনীতিক-ব্যবসায়ীর হাত ধরে তাদের স্বপ্নের সুসভ্য আমেরিকা ফিরে যাবে অন্ধকার অতীতে। আমেরিকার জনগণের সামনে আজ সেই ঐতিহাসিক সিদ্ধান্ত জানাবার দিন।
আরো পার্থক্য আছে অতীতের সঙ্গে। পর্যবেক্ষক ও বিশ্লেষকরা বলছেন, আগে কখনোই রিপাবলিকান বা ডেমোক্রেটদের প্রেসিডেন্ট প্রার্থী বাছাই নিয়ে এমনটি ঘটেনি। দলীয় বা প্রথাগত রাজনীতির সঙ্গে একেবারে সম্পর্কহীন কোনো ব্যক্তি মূলধারার বড় নেতাদের পরাভূত করে অতীতে এই দুই দলের মনোনয়ন পাননি। আবার মনোনয়ন পাওয়া ব্যক্তিদের কেউই অতীতে নিজ দলের নেতাদের বিরাট অংশের কাছে এতটা অগ্রহণযোগ্য হননি। কিন্তু ডনাল্ড ট্রাম্প প্রাইমারি ভোটে দলের সব হেভিওয়েট নেতাদের পরাস্ত করে রিপাবলিকান পার্টির মনোনয়ন ছিনিয়ে নিয়ে যেমন নতুন রেকর্ড গড়েছেন, তেমনি আনুষ্ঠানিক দলীয় প্রার্থী হওয়ার পরও দলের নেতাদের বিরাট অংশের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার মধ্য দিয়ে আমেরিকার নির্বাচনী ইতিহাসে যুক্ত করে দিয়েছেন নতুন আরেকটি অধ্যায়।
আমেরিকার ৫০টি অঙ্গরাজ্য ও একটি ফেডারেল টেরিটরিতে স্থানীয় নিজ নিজ আইন ও রীতি অনুযায়ী স্থানীয় ব্যবস্থাপনায় সম্পন্ন হবে দুনিয়ার সবচেয়ে কৌতূহলোদ্দীপক এই নির্বাচন। ফেডারেল নির্বাচন কমিশনের দায়িত্ব কেবল সমন্বয়ের। মঙ্গলবার সকাল ৮টা (বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা) থেকে রাত ৯টা পর্যন্ত ভোটাররা নির্ধারিত কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তবে টাইমজোন বা রাজ্যভেদে সময়-ব্যবধানের কারণে গোটা আমেরিকায় একযোগে ভোটগ্রহণ হবে না। যেমন পূর্ব প্রান্তের রাজ্য নিউ ইয়র্কে যখন সকাল ৮টা তখন পশ্চিম প্রান্তের ক্যালিফোর্নিয়ায় ভোর ৫টা। আবার কিছু কিছু রাজ্যের মধ্যে সময়ের ব্যবধান আরো কম। তবে সময়ের ব্যবধান কিংবা দেশটির সুবিশাল বিস্তৃতির কারণে ভোটগ্রহণ প্রক্রিয়ায় বা ফল ঘোষণায় বিলম্বের নজির আধুনিক যুগে তেমন নেই। মঙ্গলবার মধ্যরাতের পরপরই দুনিয়াবাসী জেনে যাবেন হোয়াইট হাউসের পরবর্তী উত্তরসূরির পরিচয়।
আমেরিকায় নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারযজ্ঞ থামাবার কোনো ধরা-বাঁধা নিয়ম নেই। আর তাই ভোটের আগের দিন গভীর রাত পর্যন্তও তারা আনুষ্ঠানিক প্রচারে লিপ্ত থাকেন। যেমন প্রেসিডেন্ট পদের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন ও ডনাল্ড ট্রাম্প আজ সোমবার দিন-রাতে অনেক নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এর মধ্যে হিলারি ক্লিনটন সন্ধ্যার পর পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের প্রধান শহর ফিলাডেলফিয়াতে এক সভায় অংশ নেবেন। এখানে তার স্বামী প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাসহ ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এরপর মধরাতের আগেই তিনি উড়াল দেবেন নর্থ ক্যারোলাইনার উদ্দেশে। সেখানকার রিলিতে অনুষ্ঠিত হবে তার সর্বশেষ নির্বাচনী জনসভা। অন্যদিকে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প দিনভর ফ্লোরিডা ও ওহাইয়োতে ব্যস্ত সময় পার করার পর রাত ১১টায় তার সর্বশেষ নির্বাচনী সমাবেশে যোগ দেবেন মিশিগানে। ডেট্রয়েটের উদ্দেশে উড়াল দেয়ার আগে রাত ৮টায় নিউ হ্যাম্পশায়ারে আরেকটি সমাবেশে বক্তৃতা করবেন তিনি।
এদিকে নির্বাচনের একদিন আগেও সব প্রথম সারির জনমত জরিপে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছেন। সোমবার সকাল সাড়ে ৮টায় নিউ ইয়র্ক টাইমস-এর সর্বশেষ অনলাইন জরিপের ফলাফলে দেখানো হয়েছে ডনাল্ড ট্রাম্পের ৪৩ শতাংশ গড় জনপ্রিয়তার বিপরীতে ২ শতাংশেরও বেশি জনপ্রিয়তা নিয়ে হিলার ক্লিনটনের অবস্থান ছিল ৪৫.৮%। বিভিন্ন টিভি চ্যানেলের আলোচনায় বিশ্লেষকরা অভিমত দিচ্ছেন, ই-মেল সংকটের বিষয়ে এফবি আই প্রধান জেমস কমি রোববার তার সংস্থার যে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করেছেন তা হিলারি শিবিরকে নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন দিয়েছে। মানবজমিন