খোলা বাজার২৪, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬: বলা হয় যুক্তরাষ্ট্র ‘স্বাধীনতা ও সাহসীদের’ ভূমি। এটাই মার্কিন নাগরিকদের গর্ব। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় অধিকাংশ ভোটারই নিজেদের গ্রেট আমেরিকা নিয়ে আগের মতো গর্ববোধ করেন না। এক জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ মার্কিন ভোটার এখন আগের চেয়ে কম গর্ববোধ করেন। এনবিসি নিউজের এক খবরে বিষয়টি জানা গেছে।
সর্বশেষ জরিপে দেখা গেছে, ট্রাম্পের চাইতে হিলারি ক্লিনটনের সমর্থকদের মধ্যে নির্বাচন নিয়ে গর্ববোধকারীদের সংখ্যা কম। হিলারির ভোটারদের মধ্যে ৭৪ শতাংশ নির্বাচন নিয়ে আগের চেয়ে কর্ম গর্ববোধ করেন। বিপরীতে একই অনুভূতি প্রকাশ করেছেন ট্রাম্পের ৪৯ শতাংশ ভোটার। আগের চেয়ে বেশি গর্ববোধ করেন ট্রাম্পের ৯ শতাংশ ও হিলারির ৬ শতাংশ ভোটার।
২০০৮ সালের তুলনায় নির্বাচন নিয়ে গর্ববোধকারীদের সংখ্যা কমে গেছে। ওই সময় জরিপে দেখা গিয়েছিল, প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট প্রার্থী কিংবা যুদ্ধের নায়ক জন ম্যাককেইনের প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন নিয়ে আগের চেয়ে বেশি গর্ববোধ করেন ৩৪ শতাংশ ভোটার। ৪৫ শতাংশ জানিয়েছিলেন, তারা দেশকে আগেও যেমন গর্ব করতেন তেমনই আছে, কোনও পরিবর্তন হয়নি। মাত্র ১২ শতাংশ জানিয়েছিলেন নির্বাচন নিয়ে তারা আগের মতো গর্ববোধ করেন না।
বিভিন্ন কারণেই এবারের মার্কিন নির্বাচনকে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে অতীতের তুলনায় এবারের প্রেসিডেন্ট প্রার্থীদের জনপ্রিয়তা কম বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে। যেমন, ৩৩ শতাংশ ভোটার ট্রাম্পকে পছন্দ করছেন, বিপরীতে ৫৯ শতাংশ তাকে অপছন্দ করেন না। আর হিলারির ক্ষেত্রে ইতিবাচক ৩৮ শতাংশ ও নেতিবাচক ৫৩ শতাংশ। সূত্র: এনবিসি নিউজ।